Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeকলমে"একগুচ্ছ ছড়াক্কা" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“একগুচ্ছ ছড়াক্কা” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

একগুচ্ছ ছড়াক্কা
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

(১) মনে পড়ে

মনে পড়ে অনেক দিনের কথা
ছিলাম কত বোকা
রোজই খেতাম ধোঁকা।
হয়নি তবু লজ্জা
এমন অস্থি মজ্জা।
এখন ভেবে বৃথাই বাড়াই ব্যাথা।

(২) জানালা খুলে

ভোরের দিকে জানলা খুলে দেখি
একটা ধেড়ে শেয়াল
লাফিয়ে মোর দেয়াল
মুরগী নিয়ে পালায়
আমার অবহেলায়।
আলসেমীতেই করল আমায় দুখি।

(৩) পথের পাশে

পথের পাশে কোন সে বাড়িখানা
যেথায় বসে সুখে
স্নেহের প্রলেপ মাখে
নিত্য হলেও অভাব
হাসি খুশি স্বভাব
উদার মনের সত্যি মানবছানা ?

(৪) হঠাৎ দেখি

হঠাৎ দেখি তুমি আমি সবাই
হৃদয় তুলে রেখে
মিথ্যা মনের সুখে
পৈশাচিক আনন্দে
মেতে গিয়ে মন্দে
করছি লোভে মানবতা জবাই।

(৫) ভাবতে পারিনি

ভাবতে পারিনি যৌবন একদিন চলে যাবে
চুলগুলো হল সাদা
কেশে মরি এক গাদা।
আমাকে দেখে তোমরা
হাসো সব হোমরা চোমরা।
জেনে রেখো তোমারাও দিনদিনে বুড়ো হবে।

 

(৬) হয়তো আবার

হয়তো আবার একদিন মেঘ কেটে যাবে
রোদ ঝলমলে আকাশে
মৃদু মন্দ বাতাসে
ব্যস্ত এক শপিং মলে
কিংবা ফেসবুক ওয়ালে
পুরোনো বন্ধুর দেখা মিলে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments