Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeকলমে"উল্টো রথের শুভেচ্ছা" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“উল্টো রথের শুভেচ্ছা” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

— : উল্টো রথের শুভেচ্ছা : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

উল্টো রথে আজকে প্রভূ জগন্নাথ
আসেন ফিরে ভাই বোনেরে নিয়ে সাথ।
গিয়েছিলেন মাসির বাড়ি গুন্ডিচায়
আসা যাওয়া ন’দিন লাগে এ যাত্রায়।

রথের দড়ি টানার লোভে ভক্তরা
প্রতি বছর মেলার দিকে ধায় ত্বরা।
রথ টানা খুব পূণ্য নাকি সক্কলের
পাপী মরা কী আর বুঝি এই সবের!

আমি বুঝি দেশের এটা সংস্কৃতি
পূণ্য বলে তাই তো দিলাম স্বীকৃতি।
কিন্তু এবার লক ডাউনে হই হতাশ
পরিস্থিতি করল আমায় খুব উদাস।

ভক্ত ছাড়াই রথযাত্রা কী রকম
ভেঙে গেল বহুদিনের সব নিয়ম।
তাই তো মনে দুঃখ লাগে নিরুপায়
করোনাতে জাগছে মনে প্রাণের ভয়।

ভীড় এড়াতে হয়নি মেলা এই গ্রামে
তবু মানুষ উঠছে মেতে রথ নামে।
কোথাও কোথাও ভাজতে দেখি জিলিপি
আমিই কি আর থাকতে পারি লোভ চাপি ?

কড়া দেখে কিনে নিলাম এক কেজি
বাড়ির সবাই এ ব‌্যাপারে হয় রাজি।
ঘরেই বসে রথের আমেজ অগত্যা
অতীত কথা ভাবতে গিয়ে খাই গোঁত্তা।

উল্টো রথের শুভেচ্ছা ভাই ফেসবুকে
নিরস কেমন পরবগুলো যায় চুকে।
বাঁচলে পরে আবার হবে ওই বছর
সবার তরে সুখ কামনা অতঃপর।
**********

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments