Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeখবরইসরোর চেয়ারম্যান ডঃ শিবম বলেন, আমাজনিয়া উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত গর্বিত।

ইসরোর চেয়ারম্যান ডঃ শিবম বলেন, আমাজনিয়া উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত গর্বিত।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো, আজ সকাল ১০ টা ২৪ মিনিটে শ্রীহরিকোটা থেকে PSLV-C-51 রকেটের মাধ্যমে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের ১৯’টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে বলে খবর।

জনস্বার্থে প্রচার


ব্রাজিলের ৬৩৭ কিলোগ্রাম ওজনের আমাজনিয়া-ওয়ান উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়েছে বলে খবর। এ’টি হ’লো, ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’-এর প্রথম বাণিজ্যিক মিশন। ব্রাজিলের এই উপগ্রহটি, ভূপর্যবেক্ষণে ব্যবহার করা হবে বলেে জানা যাই।

রিমোট সেন্সিং-এর মাধ্যমে এ’টির সাহায্যে, আমাজন বনাঞ্চলের যাবতীয় খবরাখবর এবং ব্রাজিলের কৃষি বৈচিত্র্য সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানতে পারা গিয়েছে।

এদিকে, এই সফল উৎক্ষেপণের পর, ব্রাজিল ও ভারত, সন্তোষ প্রকাশ করে বলে, আগামী দিনে দু’টি দেশ, মহাকাশ গবেষণায় আরো এগিয়ে যাবে। ইসরোর চেয়ারম্যান ডঃ শিবম বলেন, আমাজনিয়া উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত গর্বিত। ব্রাজিলের তৈরি এই প্রথম কোনো উপগ্রহ ভারত, মহাকাশে পাঠাতে সমর্থ হ’লো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments