Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরআসছে নভেম্বরে Gmail-এ যুক্ত হবে নতুন এই ফিচার Gmail chat এর...

আসছে নভেম্বরে Gmail-এ যুক্ত হবে নতুন এই ফিচার Gmail chat এর সাথে audio ও video Call এর সুবিধা।

Gmail ব্যবহার বিশ্বব্যাপী বেড়েছে, বিশেষ করে করোনাকালে। অফিস কিংবা ব্যক্তিগত কাজ, আজকাল প্রযুক্তি নির্ভর পরিষেবাগুলোতে অনেকাংশেই Gmail এর উপর নির্ভরশীল হতে হচ্ছে।

তাছাড়া Google Meet কিংবা Zoom Meeting থেকে শুরু করে Android ফোন ব্যবহারকারীরা Gmail ছাড়া যেন এক মুহূর্তও চলে না!

এতদিন শুধু Google Meet, Zoom Meeting বা WhatsApp এর মতো নানান প্লাটফর্মের সাহায্যে ভিডিও কল করা যেত। এখন থেকে চাইলে আপনি Gmail চ্যাটের সাহায্যেও Voice কিংবা Video Call এর কাজটি সেরে নিতে পারবেন! আর এই ফিচারটি ডেস্কটপ, ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড ফোনসহ অন্যান্য যেকোনো ডিভাইসে মেলবে!

সহজ কথায়- এতকাল ভয়েস কলের জন্য Google Meet ব্যবহার করলেও এখন থেকে Gmail Open রাখলেই ভিডিও কলের কাজটি সেরে নেওয়া যাবে। ফিচারটি সম্পর্কে Google জানিয়েছে, আসছে নভেম্বরে Gmail-এ যুক্ত হবে নতুন এই ফিচার। অর্থাত্‍ Gmail Open করেই করা যাবে ভিডিও ও ভয়েস কল!

Google আরো জানায়, এই ফিচারে যেকোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তাতে ডায়াল করলেই তার ফোনে রিং হবে। অপর প্রান্তের Gmail ব্যবহারকারী যেকোনো স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন থেকে এ কলের উত্তর দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments