আদিবাসী ও দলিত সমাজের উন্নতি ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্পূর্ণ হবে না বলে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মনে করেন।
জনস্বার্থ বিজ্ঞাপন
উত্তরপ্রদেশের শোনভদ্র জেলায় আদিবাসীদের সম্মেলন- বনবাসী সমাগমে তিনি ভাষণ দিচ্ছিলেন। আদিবাসী সংস্কৃতির অভিনবত্ব এবং বিশালতার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আদিবাসী সংস্কৃতির শিকড়ের সন্ধান যদি কেউ পেতে চান, তাহলে তাঁকে শোনভদ্রে আসতেই হবে।
ইংরেজ শাসকের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের নায়ক বীরসা মুন্ডার অসামান্য ভূমিকার কোথাও স্মরণ করেন তিনি।