আজ পয়লা বৈশাখ উপলক্ষে গঙ্গাস্নানের তড়জোড় ভেবোডাঙ্গা ঘাটে। আজ বৈশাখ বাংলা মাসের পয়লা তারিখ অর্থাৎ পহেলা বৈশাখ, শুরু হলো বাংলা নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ উপলক্ষে পুণ্যার্থীদের গঙ্গাস্নানের তোড়জোড় ভেবডাঙ্গা ঘাটে।

আজকের দিনে প্রত্যেক দোকানেই চলে গণেশ পুজোর ধুমধাম, সিদ্ধিদাতা গণেশ ব্যবসা প্রতিষ্ঠানকে বাড়িয়ে তুলতে সাহায্য করে বলে অনেকেই জানেন এবং মানেন, সেই নীতি মেনেই আজ প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজো হয়। বাজারে বেরোলেই প্রায় দোকানেই চোখে পড়বে ফুল দিয়ে সাজানো গোছানো দোকান এবং চলছে সিদ্ধিদাতা গণেশের পুজো। তবে আজকের দিনে কচিকাচারা নতুন জামা কাপড় পেয়ে ভীষণ আনন্দিত থাকে।