Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরআজ পয়লা বৈশাখ উপলক্ষে পুণ্যার্থীদের গঙ্গাস্নানের তড়জোড় ভেবোডাঙ্গা ঘাটে।

আজ পয়লা বৈশাখ উপলক্ষে পুণ্যার্থীদের গঙ্গাস্নানের তড়জোড় ভেবোডাঙ্গা ঘাটে।

আজ পয়লা বৈশাখ উপলক্ষে গঙ্গাস্নানের তড়জোড় ভেবোডাঙ্গা ঘাটে। আজ বৈশাখ বাংলা মাসের পয়লা তারিখ অর্থাৎ পহেলা বৈশাখ, শুরু হলো বাংলা নতুন বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ উপলক্ষে পুণ্যার্থীদের গঙ্গাস্নানের তোড়জোড় ভেবডাঙ্গা ঘাটে।নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত ভেবোডাঙ্গা ঘাটে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ভিড় হয়েছে চোখে পড়ার মত। আজ বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে সকলেই নতুন জামা কাপড় পড়ার প্রথা রয়েছে অনেক পুরনো। আজ বিভিন্ন ব্যবসায়ীরা নতুন বাংলা বছরের হালের খাতা খোলেন এবং গ্রাহকদের হালখাতা উপলক্ষে পুরনো ধার-বাকি পরিশোধ করে নতুন করে হালের খাতা খোলার প্রথা আছে। আর বিক্রেতাদের পুরনো ধারের টাকা নিয়ে ক্রেতাদের মিষ্টিমুখ করানোর প্রথা রয়েছে আদি পুরনো অর্থাৎ আজকের দিনে দোকানের পুরনো ধার পরিশোধ করলেই দোকানদার গ্রাহককে মিষ্টির প্যাকেট দেয়।

আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদের জানান:- 9434674111
আপনি হয়ে যান রিপোর্টার। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদের জানান:- 9434674111

আজকের দিনে প্রত্যেক দোকানেই চলে গণেশ পুজোর ধুমধাম, সিদ্ধিদাতা গণেশ ব্যবসা প্রতিষ্ঠানকে বাড়িয়ে তুলতে সাহায্য করে বলে অনেকেই জানেন এবং মানেন, সেই নীতি মেনেই আজ প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজো হয়। বাজারে বেরোলেই প্রায় দোকানেই চোখে পড়বে ফুল দিয়ে সাজানো গোছানো দোকান এবং চলছে সিদ্ধিদাতা গণেশের পুজো। তবে আজকের দিনে কচিকাচারা নতুন জামা কাপড় পেয়ে ভীষণ আনন্দিত থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments