Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরআজ আবারও যোগী আদিত্যনাথ পূর্ব কেন্দ্রে রোড শো অনুষ্ঠান।

আজ আবারও যোগী আদিত্যনাথ পূর্ব কেন্দ্রে রোড শো অনুষ্ঠান।

ভোট প্রচারে প্রত্যুষের সমর্থনে উলুবেড়িয়ায় আদিত্যনাথ উলুবেড়িয়ার রাজপথ গেরুয়া বাহিনীর দখলে!

লক্ষ্য ২১শের বিধানসভায় ২০০’র বেশি আসন সংখ্যা নিয়ে বাংলায় পরিবর্তনের পরিবর্তন ঘটানো অর্থাৎ সোনার বাংলা গঠন!আজ
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় শ্রী প্রত্যুষ মন্ডল এর সমর্থনে উলুবেড়িয়া পৌরসভার সামনে বিজেপির কার্যালয় থেকে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উওর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এই রোড শো অনুষ্ঠানে উপস্থিত মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রা শেষে উনি উলুবেড়িয়া কালিবাড়িতে বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডল কে সঙ্গে নিয়ে পূজাও দেন।প্রসঙ্গত গত ১লা এপ্রিল উলুবেড়িয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসে হাওড়া গ্রামীণ জেলার বিজেপির প্রতিটি প্রার্থীর প্রচার করেই গেছেন আজ আবারও যোগী আদিত্যনাথ পূর্ব কেন্দ্রে রোড শো অনুষ্ঠানে যেভাবে প্রার্থীর প্রচারে

পা মেলালেন তা হাওড়া গ্রামীণ জেলার সবথেকে হাইভোলটেজ এই পূর্ব কেন্দ্রে শাসক শিবিরকে যে যথেষ্টই বেগ পেতে হবে এ বিষয়ে কোনো সনদেহ নেই!যদিও কয়েকদিন আগে উলুবেড়িয়ায় প্রচার চলাকালীন পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডল আমাদের প্রতিনিধিকে জানান গুরুত্বপূর্ণ এই পূর্ব কেন্দ্রে ত্রিমুখী লড়াই প্রসঙ্গে-“দেখুন এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই,চতুর্মুখই লড়াই কিংবা বহুমুখী লড়াই

সেটা জানিনা শুধু এটাই বলতে পারি তৃণমূল এখানে তৃতীয় আর অন্য দল দ্বিতীয়!আমরা বিজেপি এখানে প্রথমেই আছি!এককথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেসকে তৃতীয় পর্যায় রেখে বিজেপির সঙ্গে এখানে সংযুক্ত মোর্চার লড়াই হতে চলেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments