— : আজব যন্ত্র : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া
জান লড়িয়ে যখন ওরা
আনছে দেশে ফুলের তোড়া
তোরাই বলিস গর্ব দেশের
কাজ ফুরোলেই সর্বনাশের।
ওরা যখন খুব হতাশায়
দুঃখ ভুলে নিদ্রা লাগায়
তোদের মতোই ভদ্রলোকে
কানের কাছে শিঙ্গা ফোঁকে।
ঘুম ভাঙিয়ে ভাঙাস কান
এই তো তোদের নীতি মহান।
ধরাস জ্বালা ওদের মনে
সেঁকিস রুটি সেই আগুনে।
বিপদ এলেই ভরসা করিস
অন্য সময় ধাক্কা মারিস।
চাল খাটিয়ে পায়ের তলে
ঘাসের মতো চলিস দলে।
ঘাসের ভিতর কুলের কাঁটা
সেই কারণে ওদের পেটা।
ধন্য মহান গণতন্ত্র
ভোট বাড়ানোর আজব যন্ত্র।