আগ্নেয়অস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নাওদা থানার পুলিশ।এদিন মুর্শিদাবাদ জেলার নওদা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ বসু মল্লিক, আগ্নেয়াস্ত্র সহ ২৭ বছর বয়সী শফিউল মন্ডল এবং ৩৭ বছর বয়সী তাইব আলী মন্ডল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত সোনাটিকুরি গ্রামে। মুর্শিদাবাদ জেলার নওদা থানার দায়িত্ব পাওয়ার মাত্র তিন দিনের মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত আমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি সহ দুইজনকে গ্রেফতার করলো নওদা থানার আইসি অভিজিৎ বসু মল্লিক। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই সমাজের জঞ্জাল পরিষ্কার করতে, জনস্বার্থে নিজেকে ব্যস্ত করে দিয়েছেন আইসি অভিজিৎ বাবু। ধৃতদের সাত দিনের রিমান্ডে চেয়ে বহরমপুর আদালতে পাঠানো হয়েছে। আগ্নেয়অস্ত্র কোথায় পেয়েছে এবং কি কারণে তারা আগ্নেয়অস্ত্র নিয়ে আমতলা বাজারে ঘোরাঘুরি করছিলো ওই দুই ব্যক্তি, সে বিষয়ে তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ।