হুগলী জেলার চাঁপদানির ডালহৌসি জুটমিলে হঠাৎ আগুন লাগে। আগুন জুটমিলের গুদাম ঘরে প্রথম আগুন দেখতে পান শ্রমিকরা।
দ্রুত আতঙ্ক ছড়ায় জুটমিলের কর্মরত শ্রমিকদের মধ্যে। দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দুটি ইঞ্জিন কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে দমকল আধিকারীরা।