Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরআইআইটি খড়গপুর ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন।

আইআইটি খড়গপুর ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন।

আয়ুর্বেদের বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার প্রসারে নিউটাউনের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে ‘আয়ুর্ধারা’ শীর্ষক দুদিনের এক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে স্কুল, কলেজ পড়ুয়াদের জন্য আয়ুর্বেদ সংক্রান্ত প্রদর্শনী, দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞদের বক্তব্য, উপস্থাপনা, কর্মশালা, হাতে কলমে প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন EZCC এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়ুর্বেদ সম্পর্কে জ্ঞান বিতরণের পাশাপাশি, এই ক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়ে জানানো হবে।

আইআইটি খড়গপুর ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন।

আইআইটি খড়গপুর ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিনের চেয়ারম্যান জয়ন্ত দেওপূজারী, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের আয়ুর্বেদ বিভাগের অধ্যাপক মনোরঞ্জন সাহু, আইআইটি খড়গপুরের সেন্টার অফ এক্সিলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এর চেয়ারপার্সন অধ্যাপক জয় সেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments