Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeরাজ্যঅ্যালার্ট জারি করল UIDAI, চিনে নিন আসল আঁধারকার্ড।

অ্যালার্ট জারি করল UIDAI, চিনে নিন আসল আঁধারকার্ড।

বর্তমানে দেশের সকল নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট । বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আধার নম্বর থাকা এখন বাধ্যতামূলক । শুধু তাই নয়, যে কোনও সরকারি যোজনার সুবিধা নেওয়ার জন্য আধার নম্বর লাগে ।

UIDAI ট্যুইটে জানানো হয়েছে, আপনার আধার নম্বর আসল না জাল সেটা তাদের ওয়েবসাইটে গিয়ে সহজেই জানতে পারবেন । এছাড়া আধার নম্বর যাচাই করার জন্য mAadhaar অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে ।

আপনার কাছে থাকা আধার কার্ড জাল নয় তো ? এটা জেনে রাখাও অত্যন্ত জরুরি । আধার কার্ডের গুরুত্ব যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আধার কার্ড নিয়ে ফ্রডের ঘটনাও । সম্প্রতি UIDAI-এর তরফে অ্যালার্ট জারি করা হয়েছে । অ্যালার্টে বলা হয়েছে যে কোনও ১২ ডিজিটের সংখ্যা আধার নম্বর নয় । বর্তমানে আধার নিয়ে ফ্রড বেড়েই চলেছে । এর জেরে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার আধার নম্বর আসল না জাল ।

 

দেখে নিন কীভাবে চেক করবেন আপনার আধার আসল না ফেক-

>> সবার প্রথমে https://resident.uidai.gov.in/verify লিঙ্কে যেতে হবে

>> ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে

>> একটি টেক্সট বক্স দেখা যাবে সেখানে নিজের আধার নম্বর এন্টার করতে হবে

>> আধার নম্বর দেওয়ার পর ক্যাপচা কোড দিতে হবে

>> ভেরিফাই বটন ক্লিক করতে হবে

>> আপনার আধার নম্বর সঠিক হলে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে একটি মেসেজ আসবে যে আপনার আধার নম্বর এটা যেমন 9908XXXXXXXX

>> এর পাশাপাশি আপনার বয়স, লিঙ্গ ও রাজ্যের নাম দেখা যাবে

>> এই ভাবে চেক করতে পারবেন আপনার আধার নম্বর সঠিক না জাল

আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে 1947 টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন । এছাড়া help@uidai.gov.in ইমেল করেও অভিযোগ জানাতে পারবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments