Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরঅর্থের কোন সমস্যা হবে না বলে রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন।

অর্থের কোন সমস্যা হবে না বলে রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন।

সাধারণ মানুষের সুবিধার্থে রেল দফতর আরও উন্নয়নমূলক প্রকল্প হাতে নিচ্ছে এবং এজন্য অর্থের কোন সমস্যা হবে না বলে রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন।

জনস্বার্থে প্রচারিত 

ভার্চুয়ালি এরাজ্যের জন্য বিভিন্ন উন্নয়নী প্রকল্পের তিনি উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছিতে দ্বিতীয় ফুট ওভারব্রীজ, সাঁকরাইলে ফ্রেইট টার্মিনাল, শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্চ, দুটি এসকালেটর ও লিফট রয়েছে।

এছাড়াও রেলমন্ত্রী শ্রী গোয়েল, কলকাতা স্টেশনের প্রিমিয়াম লাউঞ্চ, বর্ধমান স্টেশনের ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম, বলাগড় গুপ্তিপাড়া স্টেশনের বর্ধিত প্ল্যাটফর্ম এবং বর্ধমান, তারকেশ্বর ও নবদ্বীপ স্টেশনের এসকালেটর, জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে দোষীরা শীঘ্রই গ্রেপ্তার হবে ব’লে শ্রী গোয়েল আশা প্রকাশ করে বলেন, এরাজ্যে হিংসার বাতাবরণ দ্রুত শেষ হয়ে বলে তিনি মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments