দিল্লীর আন্দোলনরত কৃষকদের লালকেল্লায় বিশৃঙ্খলার ঘটনায় কেন্দ্রের সরকারের মদত রয়েছে বলে অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
জনস্বার্থে প্রচারিত
তিনি বলেন, লালকেল্লা অভিমুখে কৃষকদের যাবার সময় পুলিশ ছিলনা। সকাল থেকে সামাজিক মাধ্যমে লালকেল্লা দখলের হুমকি প্রচারিত হতে থাকলেও কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি।
তাঁদের বাধাও দেওয়া হয়নি, ইচ্ছে করেই বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হয়েছে যেন কেন্দ্রের সরকার কৃষক আন্দোলনকে বিপথে চালিত করতে পারে এবং কালিমালিপ্ত করতে পারে বলে তিনি আরও অভিযোগ করেন।
জাতীয় পতাকা খুলে অন্য পতাকা ওড়ানোর ঘটনারও নিন্দা করেন তিনি। ২৬ জানুয়ারির মত মর্যাদাপূর্ণ একটি দিনে এ ঘটনা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার উপর প্রশ্ন চিহ্ন বলেও তিনি মন্তব্য করেন।