Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeকলকাতাঅভিনব কায়দায় ব‍্যাঙ্ক জালিয়াতি:-

অভিনব কায়দায় ব‍্যাঙ্ক জালিয়াতি:-

খাস কলকাতাতেই ফের অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠল । জানা গিয়েছে,প্রতারকরা সল্টলেকের এক বাসিন্দা ব্যবসায়ীকে ই সিম ব্যবহারের প্রস্তাব দেন । তারপর  তাঁর মোবাইল ফোন নিষ্ক্রিয় করে দেওয়া হয় ।

অভিযোগ, এরপরই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৮৪ লক্ষ টাকা। হেয়ার স্ট্রিট থানায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

সল্টলেকের প্রতারিত   ব্যবসায়ী  শিবম অরোরার দাবি, গত ৩১ জুলাই থেকে  তাঁর মোবাইল ফোনে প্রায় ৫০০টি মেসেজ আসে।  প্রতিটি মেসেজেই একটাই কথা যে   ই সিমকার্ড ব্যবহার করুন। একই অনুরোধ করে ফোনও আসতে থাকে ক্রমাগত।  এরপর আচমকাই উধাও হয়ে যায় ব্যবসায়ীর মোবাইল ফোনের টাওয়ার।  তারপর ব‍্যাঙ্কে গিয়ে জানতে পারেন ব্যাঙ্ক থেকে উধাও প্রায় ৮৪ লক্ষ টাকা!

প্রতারকদের এই  ছক দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। ই-সিম তৈরি করে নিষ্ক্রিয় করা হয় আসল সিম। কলকাতা গোয়েন্দা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments