অবৈধ সম্পর্কতে বাধা দেওয়ায় মায়ের হাতে খুন ছেলে।মুর্শিদাবাদ জেলার কান্দিতে মায়ের হাতে খুন হলো ছেলে, ঘটনাটি ঘটেছে কান্দি থানার অন্তর্গত রুদ্রবাতি গ্রামে। পুলিশ সূত্রে জনা গিয়েছে মৃত যুবকের নাম দীনবন্ধু ঘোষ য়বস(২০) বছর,পরিবার সূত্রে জানাগেছে মায়ের অবৈধ সম্পর্কের জন্য দীর্ঘদিন ধরে মা ও ছেলের মধ্যে প্রচন্ড অশান্তি হতো,এদিন সকালেই দীনবন্ধু ঘোষকে নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানয় বাসিদা ও পরিবারের সদস্যরা।
মা তার কোনো সঙ্গীকে নিয়ে দীনবন্ধুকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পরিবারের অভিযোগ।
মৃত যুবকের গলায় দাগ রয়েছে যা থেকে সন্দেহ হয় প্রতিবেশীদের,ঘটনা স্থলে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃত দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।অভিযোগের ভিত্তিতে মা ভানু ঘোষকে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।