বিশ্বভারতীর কাছ থেকে রাজ্য সরকার রাস্তা ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে আজ সকালে ছাতিমতলায় মৌন অবস্থানে বসেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী।
তাঁর সঙ্গে অধ্যাপক কর্মীদের একটা অংশও বসেন। ছাতিমতলায় উপাচার্যের অবস্থান ঘিরে আজ সকাল বেলায় ছাতিমতলা চত্বরে বিজেপির পতাকা ও বেশকিছু পোস্টার নজরে আসে।
যে প্রচারে বিদ্যুৎ চক্রবর্তীর আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানিয়েছিল বিজেপির যুব মোর্চা নিরাপত্তারক্ষীরা কিছুক্ষণের মধ্যেই সেই পতাকা এবং পোস্টার ছিঁড়ে ফেলে।
বিজেপি দাবি তাঁরা নয় তাঁদের বদনাম করার জন্য তৃণমূলের লোকেরা। উপাচার্য, শান্তিনিকেতনকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাখার আবেদন জানিয়েছেন।