অবশেষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে চালু হল আরবি কোর্স। গত ১৪ জুলাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ বর্ষে যে ১৪টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন করার সার্কুলার জারি করা হয়েছিল তার মধ্যে আরবি ছিল না। এই নিয়ে মুসলিম সমাজ থেকে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়। অবশেষে আজ শুক্রবার রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি এক সার্কুলার জারি করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুজাতা বাগচি ব্যানার্জিকে জানিয়ে দেন, ২০২১-২২ বর্ষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন বিশিষ্ট আরবি কোর্স চালু করা হল। ফলে, চাপে পড়ে রাজ্যের উচ্চ শিক্ষা সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালেয়ে স্নাতকোত্তরে আরবি কোর্স চালু করতে বাধ্য হল।
উল্লেখ্য, গিত ১৪ জুলাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যে ১৪টি বিষয়ের কতা বলেছিল সেগুলি হল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, আইন, ফিজিওলজি, সেরিকালচার, ফিজিক্স, বোটানি ও ভূগোল। এবার তার সঙ্গে আরবি যোগ হওয়অয় মোট ১৫টি কোর্স পড়ানো হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে।