Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরঅবশেষে খোঁজ মিললো নবান্ন অভিযানের নিখোঁজ ডিওয়াইএফআই কর্মী দীপক পাঞ্জার।

অবশেষে খোঁজ মিললো নবান্ন অভিযানের নিখোঁজ ডিওয়াইএফআই কর্মী দীপক পাঞ্জার।

গত ১২ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচিতে যোগ দেন পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা। ওইদিন সকাল ৯ টায় তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধের পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।

জনস্বার্থে প্রচার

অবশেষে খোঁজ মিললো নবান্ন অভিযানের নিখোঁজ ডিওয়াইএফআই কর্মী দীপক পাঞ্জার। বালি স্টেশন থেকে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ সিপিএম কর্মীরা তাকে উদ্ধার করে হাওড়া জেলা সিপিএম অফিসে নিয়ে যান। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

বাড়ির লোকেদের শনাক্তনের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সিপিএম নেতা রবীন দেব এবং যুবনেতা শায়নদীপ মিত্র, দীপককে দেখতে হাওড়া সি পিএম অফিসে গিয়েছিলেন। এতদিন তিনি কোথায় ছিলেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments