Wednesday, November 29, 2023
spot_img
spot_img
Homeখবরঅতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একটি ঈদ স্পেশাল MEMU ট্রেন চালান হবে।

অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একটি ঈদ স্পেশাল MEMU ট্রেন চালান হবে।

ঈদ – অল – ফিতর উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা – কৃষ্ণনগর – লালগোলা সেকশনে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একটি ঈদ স্পেশাল MEMU ট্রেন চালান হবে।

শিয়ালদা – কৃষ্ণপুর MEMU স্পেশাল ট্রেন আগামী শুক্র (21.04.2023) ও শনি বার (22.04.2023) রাত 9 টা 38 মিনিটে শিয়ালদা থেকে এবং কৃষ্ণপুর – শিয়ালদা MEMU স্পেশাল আগামী শনিবার, রবিবার (23.04.2033 )কৃষ্ণপুর থেকে সকাল 10 টা 10 মিনিটে ছাড়বে।

বিজ্ঞাপন
                                         বিজ্ঞাপন 

এছাড়া আগামীকাল থেকে 24 এপ্রিল পর্যন্ত 03171/03192, 03183/03172, 03189/03184,03191/03190, শিয়ালদা – লালগোলা – শিয়ালদা প্যাসেঞ্জারে একটি অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ যোগ করা হবে বলে পূর্ব রেল সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments