Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeরাজ্যঅগস্টের প্রথমেই চলবে লোকাল ট্রেন?‌

অগস্টের প্রথমেই চলবে লোকাল ট্রেন?‌

কোভিড–১৯ এ অনেকটা স্বাভাবিক হয়েছে বাংলা। রেলের প্রায় সব কর্মীই এখন কোভিডমুক্ত। তাই বাংলায় লোকাল ট্রেন চলতেই পারে, আর কোনো। সমস্যা নেই বলে মনে করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। তবে এবার শুধু প্রয়োজন রাজ্যের সবুজ সংকেতের। এই সংকেত মিললেই দ্রুত লোকাল ট্রেন চালু করবে ভারতীয় রেল। তাই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় রেল। লোকাল ট্রেন চালানোর জন‍্য রাজ্যের কাছে একাধিকবার অনুমতি চেয়েও অগ্রাধিকার পায়নি রেল। তাই রেল কর্তৃপক্ষ মনে করছে অগস্টের শুরুতে সেই অনুমতি মিলতে পারে ।

শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, “রেল সব প্রস্তুতি নিয়ে রেখেছে আগেই। সব রেক সক্রিয় রাখা হয়েছে দ্বিতীয় ঢেউয়ের শুরুর সময় থেকেই। পাশাপাশি রেলকর্মীরা প্রায় সবাই এখন করোনামুক্ত। ফলে কর্মীর অভাব হবে না। এবার রাজ্যের নির্দেশ পেলেই চলবে সবার জন্য লোকাল ট্রেন।”

বর্তমানে পূর্ব রেলের ৯৮ শতাংশ এক্সপ্রেস ট্রেন চালু হয়ে গেছে। শিয়ালদহ শাখায় ৫০ শতাংশ স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে রেলের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments