করোনা সংক্রমণে অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। এই দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান মালদা জেলাতে হূ হূ করে বাড়ছে করোনা সংক্রমণ।
এই করোনা সংক্রমণে প্রয়োজন অধিক পরিমাণে অক্সিজেন। তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আগাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হচ্ছে অক্সিজেন ট্যাংক। ট্রমা সেন্টারের পাশে বসানো হচ্ছে এই অক্সিজেন ট্যাংক। তার ফলে অনেকটাই অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য দপ্তর।